অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20 টি MCQ।। Set - 1

 জীবনধারনের জন্য মানুষ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়। এখানে যুক্ত থেকে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময় ও ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী মানুষের যে সামগ্রিক কার্যকলাপ লক্ষ্য করা যায় তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে।

মানুষের কার্যাবলীকে প্রাথমিক শ্রেণী বা প্রথম শ্রেণী, গৌণ শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা কোয়ার্টারনারি শ্রেণী, পঞ্চম শ্রেণী বা কুইনারি শ্রেণী মূলত এই পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা যায়।

নিম্নে অর্থনৈতিক কার্যাবলীর 20 টি গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হয়েছে।

অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20 টি MCQ।। Set - 1

1. অর্থনৈতিক কার্যাবলীর প্রথম স্তর যে পর্যায় থেকে শুরু হয় -





2. ভারতের জাতীয় আয়ের যত শতাংশ প্রাথমিক কার্যাবলী থেকে আসে-





3. সম্পদের উৎপাদন, বিনিময়, ব্যবহার ও পরিষেবার সঙ্গে সম্পর্কিত সব ধরনের কাজকে বলা হয়।-





4. পৃথিবীর কত শতাংশ মানুষ কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে যুক্ত?





5. মানুষের ভোগ এবং চাহিদার উপর নির্ভর করে অর্থনীতির যে স্তর বিকাশ লাভ করেছে-





6. অর্থনৈতিক কাজকর্ম সম্বন্ধীয় ' ত্রিক্ষেত্র তত্ত্ব' (Three Sector Hypothesis)-এর ধারণা দেন-





7.গ্রামাঞ্চলের মানুষ প্রধানত যে স্তরের অর্থনৈতিক কার্যাবলির উপর নির্ভরশীল-





8. ভারতের জনসংখ্যার যত শতাংশ প্রাথমিক কার্যাবলীর সঙ্গে যুক্ত-





9. কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে অন্যান্য অর্থনৈতিক ক্রিয়া-কলাপের বিকাশ ঘটে?





10. অর্থনৈতিক কার্যাবলির প্রাথমিক স্তরের কর্মী হলেও কারা Red Collar worker নয়-





11.যে ধরনের অর্থনৈতিক কাজে জড় শক্তির ব্যবহার সবচেয়ে বেশি-





12. দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত শ্রমিকদের বলা হয়-





13. যে শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলকের সঙ্গে উন্নত দেশের সবচেয়ে বেশি কর্মী নিযুক্ত-





14. প্রাথমিক স্তরে যে সকল দ্রব্য উৎপাদন হয় তার আকার এবং গুণগতমানের পরিবর্তন ঘটে যে স্তরে-





15. ভারতের যত শতাংশ মানুষ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত।-





16.কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীতে পরিবেশ দূষণ সবচেয়ে বেশি হয়-





17.পরিষেবামূলক ক্ষেত্র অর্থনৈতিক কার্যাবলীর কোন স্তরের সঙ্গে যুক্ত?





18. গোলাপি পোশাক পরা কর্মীরা কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত?





19. যোগাযোগ সংক্রান্ত কাজ কোন স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত?





20. ATM পরিষেবা কোন স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত?





Quiz

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url