অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20 টি MCQ।। Set - 2
জীবনধারনের জন্য মানুষ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়। এখানে যুক্ত থেকে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময় ও ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী মানুষের যে সামগ্রিক কার্যকলাপ লক্ষ্য করা যায় তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে।
মানুষের কার্যাবলীকে প্রাথমিক শ্রেণী বা প্রথম শ্রেণী, গৌণ শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা কোয়ার্টারনারি শ্রেণী, পঞ্চম শ্রেণী বা কুইনারি শ্রেণী মূলত এই পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা যায়।
নিম্নে অর্থনৈতিক কার্যাবলীর 20 টি গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হয়েছে।
অর্থনৈতিক কার্যাবলী অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20 টি MCQ।। Set - 2
1. তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত-
2. চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয়?
3. কোম্পানীর CEO বা Chief Executive Officer কোন অর্থনৈতিক স্তরের কর্মী?
4. রিমোট সেন্সিং এবং GIS সংক্রান্ত কাজে যুক্তকর্মীদের কি বলা হয়?
5. পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়া-কলাপের উন্নতির অন্যতম কারণ-
6. পেশাদার পরামর্শ দাতারা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত?
7. Robert Kelley এর মত অনুসারে কুইনারি ক্রিয়াকলাপ এর সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়-
8. কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর সঙ্গে নিযুক্ত ব্যক্তিদের বলা হয়-
9. Black Collar Worker বলা হয়-
10. Yellow Collar Worker বলা হয়-
11. Green Collar Worker বলা হয়-
12. হালকা নীল পোশাকের কর্মী বলা হয়-
13. ত্রিক্ষেত্র তত্ত্ব এর মূল বিষয়টি হল-
14. ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বসবাসকারী উপজাতি সম্প্রদায়টি হল-
15. What is the capital of England?
16. বেদুইন নামক উপজাতি সম্প্রদায় কোথায় দেখা যায়?
17. ল্যাপ নামক উপজাতি সম্প্রদায় দেখা যায়-
18. যে অঞ্চলে উপজাতিরা বলগা হরিণ পালন করে-
19. 'An Introduction to Cultural Anthropology' গ্রন্থটির লেখক হলেন-
20. নিচের যে পশু পালক যাযাবর গোষ্ঠী ভারতের থর মরুভূমিতে বসবাস করে না-