স্থানান্তর কৃষি (Shifting Cultivation)

 স্থানান্তর কৃষি (Shifting Cultivation)

যে ভ্রাম্যমান কৃষি ব্যবস্থায় অনুন্নত ও আদি জনগোষ্ঠী ফসল উৎপাদনের জন্য বার বার জমি পরিবর্তন করে, জীবনধারণের প্রয়োজনে কৃষিকাজ সম্পাদন ও ফসল উৎপাদন করে তাকে অস্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলে। এই কৃষিপদ্ধতি অনুন্নত, প্রাচীন ও প্রান্তিক চরিত্রের। প্রধানত ক্রান্তীয় অঞ্চলের 10° থেকে 25° অক্ষরেখার মধ্যে এই কৃষি পদ্ধতি প্রচলিত।

ক্রান্তীয় মণ্ডলের অনুন্নত অঞ্চলে পাহাড় ও পর্বতের ঢাল বরাবর গাছপালা কেটে ও পুড়িয়ে জমি পরিষ্কার করে পরিযায়ী ও ভ্রাম্যমান পদ্ধতিতে এই কৃষিকাজ হয় বলে এটি স্থানান্তর কৃষি বা Shifting Cultivation নামে পরিচিত। আবার গাছপালা কেটে ও পুড়িয়ে জমি তৈরী করে চাষ করা হয় বলে এটি Slash and burn কৃষি নামেও পরিচিত।

পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্থানান্তর কৃষির নাম:


ভারত ও বাংলাদেশের স্থানান্তর কৃষিকে ঝুম বলে;
শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষিকে বলে চেনা,
মায়ানমারে স্থানান্তর কৃষিকে বলে টাঙ্গিয়া,
ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষিকে বলে হুমা,
মালয়েশিয়ায় স্থানান্তর কৃষিকে বলে লাডাং,
থাইল্যান্ডে স্থানান্তর কৃষিকে বলে তামরাই,
ভিয়েতনামে স্থানান্তর কৃষিকে বলে রে,
ফিলিপাইন্স স্থানান্তর কৃষিকে বলে কেইনজিন
কঙ্গো প্রজাতন্ত্রে স্থানান্তর কৃষিকে বলে  মাসোলে,
মাদাগাস্কারে স্থানান্তর কৃষিকে বলে ট্যাভি,
সুদানে স্থানান্তর কৃষিকে বলে এনগাসু,
জিম্বাবোয়ে ও জাম্বিয়াতে স্থানান্তর কৃষিকে বলে  চিটিমেন,
ঘানায় স্থানান্তর কৃষিকে বলে প্রোকা
ব্রাজিলে স্থানান্তর কৃষিকে বলে রোকা,
মেক্সিকো ও ওয়েস্ট ইন্ডিসে স্থানান্তর কৃষিকে বলে  মিলপা, 
ভেনেজুয়েলায় স্থানান্তর কৃষিকে বলে কোনুকো


ভারতের বিভিন্ন অঞ্চলের স্থানান্তর কৃষির নাম:


দক্ষিণ-পূর্ব ভারতের ওড়িশায় স্থানান্তর কৃষির নাম কামান, ভিংগা, দাভি,
তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশে স্থানান্তর কৃষির নাম  পোড়ু; 
কেরলের দক্ষিণাংশে স্থানান্তর কৃষির নাম পোনাম;
মধ্য ভারতের মধ্যপ্রদেশে স্থানান্তর কৃষির নাম  দাহিয়ার, বেওয়ার, মশান,
ছত্তিশগড়ে স্থানান্তর কৃষির নাম দিপা,
ঝাড়খণ্ডে স্থানান্তর কৃষির নাম কুরুয়া;
পশ্চিম ভারতের রাজস্থানে স্থানান্তর কৃষির নাম ভালরে, বাটরা;
হিমালয় পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষির নাম খিল,
পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষির নাম  কুমারি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url